বেঙ্গালুরু: তিনি ক্ষমতায় রয়েছেন কংগ্রেসের দয়ায়। কর্নাটকের সাড়ে ছ’কোটি মানুষ তাঁকে আশীর্বাদ করেননি। কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী প্রকাশ্যে এই স্বীকারোক্তি করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে কুমারস্বামী দিল্লি আসছেন। তিনি জানিয়েছেন, কৃষি ঋণ মকুবই তাঁর কাছে প্রাথমিক গুরুত্ব পাবে, এই প্রতিশ্রুতি রাখতে না পারলে তিনি পদত্যাগ করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যবাসী আমাকে ও আমার দলকে প্রত্যাখ্যান করেছেন। আমি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা চেয়েছিলাম।
তাঁর কথায়, আমার সরকারের নিজের জোর নেই। মানুষকে অনুরোধ করেছিলাম, আমাকে সমর্থন করতে যাতে তাঁরা ছাড়া আরও কারও চাপে আমায় পড়তে না হয়। কিন্তু এখন আমি কংগ্রেসের দয়ায় রয়েছি। কর্নাটকের সাড়ে ছ’কোটি মানুষের দয়ায় নয়।
তবে কৃষি ঋণ মকুব তিনি করেই ছাড়বেন বলে রাজ্যের কৃষকদের কথা দিয়েছেন কুমারস্বামী। অনুরোধ করেছেন, ১ সপ্তাহ অপেক্ষা করতে, এইটুকু সময়ের মধ্যে চাপ সহ্য করতে না পেরে কেউ যেন আত্মহত্যা না করেন সেই আবেদনও করেছেন তিনি।
কৃষি ঋণ মকুবের দাবিতে কর্নাটক বিজেপি আজ রাজ্যজুড়ে বনধ ডেকেছে।
ক্ষমতায় আছি কংগ্রেসের দয়ায়, কর্নাটকের মানুষ আমায় চাননি, মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিস্ফোরক স্বীকারোক্তি
ABP Ananda, Web Desk
Updated at:
28 May 2018 10:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -