বেঙ্গালুরু: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেশের মহানতম রাজনৈতিক নেতাদের অন্যতম বলে উল্লেখ করলেন কংগ্রেস মুখপাত্র খুশবু সুন্দর। একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। খুশবু বলেছেন, ‘বাজপেয়ী একজন মহান নেতা ও অসাধারণ রাজনীতিবিদ ছিলেন। আমরা তাঁকে ইতিহাসের অন্যতম সেরা নেতা হিসেবে মনে করি।’

বাজপেয়ীর কথা বলতে গিয়ে নাম না করে বর্তমান সময়ের বিজেপি নেতাদের আক্রমণ করে খুশবু বলেছেন, ‘বাজপেয়ী সাম্যে বিশ্বাস করতেন। তিনি বাড়ির চার দেওয়ালের মধ্যেই ধর্মকে সীমাবদ্ধ রাখতেন। সেই সময় গোরক্ষক বা এক দেশ, এক ধর্ম ছিল না।’

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দাবি করেন, হিন্দুধর্মই সভ্যতা। তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে খুশবু দাবি করেছেন, ভারতে বৈচিত্র্য আছে। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে আছেন।