নয়াদিল্লি: সততার পুরস্কার যে এত বড় হয়, বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি চেম্বুরের অটোচালক অমিত গুপ্তা। তাঁর অটোয় দু মাস আগে সওয়ারি হয়েছিলেন সরলা নাম্বুদিরি নামে স্থানীয় অরুণোদয় ইংলিশ স্কুলের শিক্ষিকা। গাড়িটা স্কুল থেকে একটু দূরে পার্ক করা ছিল। বয়স হয়েছে, তাই অটো নেন। কিন্তু অটো থেকে নেমে গাড়িতে ওঠার সময় ব্যাগটি নিতে ভুলে যান, যার মধ্যে কী না ছিল! ৮০ হাজার টাকা, ডেবিট, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বাড়ির চাবি, দুটো সেল ফোন, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র, প্যান, আধার কার্ড। যখন খেয়াল হল, ব্যাগটা নেই, অথৈ জলে পড়লেন সরলা। ওই টাকা যে স্কুলের পড়ুয়াদের ফি বাবদ নেওয়া, বাকি নথিপত্রগুলি তো কম দরকারি নয়!
অমিতকে খুঁজে বের করা সহজ ব্যাপার ছিল না। চেষ্টা করে স্কুলের সামনে এক দোকানির কাছ থেকে অমিতের নাম জানতে পারেন। থানায় ঘটনাটি জানাতে যাবেন, তখনই তাঁকে চমকে দিয়ে ব্যাগ নিয়ে হাজির অমিত। জানান, পিছনের আসন থেকে আরেক যাত্রী ব্যাগটি পড়ে থাকতে দেখে তাঁকে দিয়েছেন। সরলা ধন্যবাদ দিতে দিতেই উধাও অমিত। অনেক চেষ্টার পর বেশ কিছুদিন বাদে দেখা মেলে অমিতের। তাঁকে স্কুলে ডেকে পাঠান, কৃতজ্ঞতা জানান। কিন্তু অমিতের উপকারের যোগ্য প্রতিদান কী হতে পারত?
সরলা বলেন, কথা বলে জানলাম, ওর আর্থিক অবস্থা ভাল নয়। দুটো বাচ্চাকে স্কুলে পড়ানোর সামর্থ্য নেই। নিজে এককালে ছাত্র পড়িয়েছি। তাই ওর বাচ্চাদুটো পড়াশোনা ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।
পাশাপাশি সংবর্ধনা, ১০০০০ টাকা পুরস্কারও পেয়েছেন অমিত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৮০ হাজার টাকা, আধার, প্যান কার্ড, মোবাইল ফোন সহ ব্যাগ ফেরালেন অটোচালক, উপহার দুই বাচ্চার ফ্রি-তে পড়াশোনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2018 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -