অনলাইনে 'ভুয়ো' খবর, ছবি পোস্ট করার ভুল করবেন না, দলের সোস্যাল মিডিয়ার লোকজনকে পরামর্শ অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jun 2018 06:07 PM (IST)
নয়াদিল্লি: সাধারণ মানুষের কাছে দলের বিশ্বাসযোগ্যতা যাতে নষ্ট না হয়, সেজন্য অনলাইনে ভুয়ো খবর পোস্ট করার মতো 'ভুল' এড়াতে দলের দিল্লি ইউনিটের সোস্যাল মিডিয়ার লোকজন ও কর্মী, সমর্থকদের পরামর্শ দিলেন অমিত শাহ। বিজেপির 'সোস্যাল মিডিয়া ওয়ারিয়র্সদের' নিয়ে এখানকার এনডিএমসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে মোদী সরকারের চার বছরের সাফল্য, কাজকে তুলে ধরতে বলেছেন বিজেপি সভাপতি। দলের কর্মী-সমর্থকরাও ছিলেন সেখানে।
পরিচয় গোপন রাখার শর্তে এক অংশগ্রহণকারী বলেন, ট্যুইটার, ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো খবর, ছবি, বার্তা ও তথ্য পোস্ট করার মতো ভুল এড়াতে বলেছেন উনি, বলেছেন, এতে মানুষের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা মার খাবে। রাজনীতিতে জনমত গড়ে তোলা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর এ কাজে অনলাইন প্ল্যাটফর্মগুলির গুরুত্ব বাড়ছে। সেটা মাথায় রেখেই 'সোস্যাল মিডিয়া ওয়ারিয়র্সদের' নিয়ে আলোচনায় বসেন অমিত শাহ।
তিনি দলীয় কর্মীদের এও পরামর্শ দেন, সোস্যাল মিডিয়া পোস্টে বিগত কংগ্রেস সরকারের সঙ্গে মোদী সরকারের কাজের তুলনা, বিশ্লেষণ করুন।
সূত্রের খবর, বিজেপি সভাপতি কর্মীদের ফলোয়ার সংখ্যা বাড়াতে উত্সাহ দিয়ে, তাদের পোস্ট, ট্যুইটের সবচেয়ে বেশি প্রদর্শন সুনিশ্চিত করার মধ্য দিয়ে সোস্যাল মিডিয়ায় নিজেদের পরিধি বাড়াতে বলেন।
দিল্লি বিজেপির তফসিলি মোর্চা ও কোর গ্রুপের বৈঠকেও যোগ দেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -