নয়াদিল্লি: সারা ভারত আজ পিভি সিন্ধুর দিকে তাকিয়ে। দেশকে তিনি ব্যাডমিন্টনে অলিম্পিক্সের প্রথম সোনার পদক এনে দিতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে সবাই। এরইমধ্যেই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ভারতে প্রতিভার অভাব না থাকারই ইঙ্গিতবাহী। ঠিকমতো সুযোগ পেলে অনেকেই ক্রীড়াক্ষেত্রে দেশের মুখোজ্জ্বল করতে পারে।
এজন্য ওই প্রতিভাদের খুঁজে বের করতে হবে। ভিডিওতে সেটাই দেখা গেছে। ফেসবুকে এই ভিডিও ক্লিপ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দরিদ্র তিন শিশুর জিমন্যাস্টিকের পারদর্শীতা চমকে দেওয়ার মতো।
রাস্তায় তারা জিমন্যাস্টিকে তাদের দক্ষতা প্রদর্শন করছে। তারা এক্ষেত্রে যে নৈপূন্যতা অর্জন করেছে তা  এই খেলার সঙ্গে জড়িতদেরও মুগ্ধ করবে। যদিও ওই তিনজন দেশের কোন রাজ্যের তা স্পষ্ট নয়।
এইসব প্রতিভাদের চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলে ভবিষ্যতে অলিম্পিকে ভারতের পদক জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।