লখনউ: অযোধ্যা ইস্যুতে মধ্যস্থতা করছেন শ্রী শ্রী রবিশঙ্কর।এমনই জল্পনার মধ্যে আর্ট অফ লিভিংয়ের স্রষ্টার সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে দেখা করলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের ব্যাপারে বোর্ডের সমর্থনের কথা তিনি শ্রী শ্রী রবিশঙ্করকে জানিয়েছেন রিজভি। শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন রিজভি।
রিজভি বলেছেন, মন্দির নির্মাণের জন্য যাঁরা আদালতে লড়াই করছেন সেই সব মহন্ত ও সন্তদের প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করেছেন। প্রত্যেকেই আলোচনায় আগ্রহী।
রিজভি বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার শর্তাবলীর খসড়া তৈরি করেছে শিয়া ওয়াকফ বোর্ড। তিনি বলেছেন, রামের জন্মস্থানে কোনও মসজিদ নির্মাণের পক্ষপাতী নয় বোর্ড। মুসলিম অধ্যূষিত কোনও জায়গাতেই এই মসজিদ তৈরি হওয়া উচিত। অযোধ্যায় বসবাসকারী মুসলিমদের জন্য পর্যাপ্ত মসজিদ রয়েছে। তাই নতুন করে মসজিদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিজভি।
রিজভির দাবি, যাঁরা রামের জন্মস্থানে বা কাছাকাছি মসজিদ নির্মাণের দাবি করছেন, তাঁরা আসলে বিতর্ক জিইয়ে রাখতে চাইছেন।
তাঁর দাবি, ধ্বংস হওয়া মসজিদটি শিয়া ওয়াকফ বোর্ডের মালিকানাধীন।এক্ষেত্রে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কোনও অধিকারই নেই।
রিজভি বলেছেন, তিনি তাঁর মতামত শ্রী শ্রী রবিশঙ্করকে জানিয়েছেন এবং এই উদ্যোগ হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও জোরাল করবে।
শ্রী শ্রী রবিশঙ্কর তাঁকে কী বলেছেন, তা অবশ্য জানানি রিজভি।
সম্প্রতি অযোধ্যা সমস্যার সমাধানের লক্ষ্যে শ্রী শ্রী রবিশঙ্কর নির্মোহী আখতার নেতা ও মুসলিম ল বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন বলে জানা গিয়েছিল।
অযোধ্যা ইস্যুতে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে দেখা করে মন্দির নির্মাণে সমর্থনের কথা জানালেন শিয়া ওয়াকফ বোর্ড প্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 08:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -