লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে বেলাগাম মন্তব্য রাজ্যের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টি (সপা) নেতা আজম খান। বিজনোরে এক প্রচার সভায় আজম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ‘মহা প্রতারক’। একইসঙ্গে জামা মসজিদের শাহি ইমামকে ‘বিকিয়ে যাওয়া’ বলেও কটাক্ষ করেছেন।
আজম বলেছেন, ‘ক্ষমতায় আসার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাকতা করেছেন। আম আদমির জন্য তিনি কিছুই করেননি। মোদী সরকারের আমলে শুধুমাত্র আম্বানি ও আদানিদের মতো মানুষরা ফুলেফেঁপে উঠেছেন’।
আজম আরও বলেছেন, ‘মোদী প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু একটি পয়সাও জমা পড়েনি। এর বদলে সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করেছেন। মোদী মহা প্রতারক ছাড়া অন্য কিছুই নন’।
ভোটের আগে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-কে সমর্থনের জন্য শাহি ইমামকেও একহাত নিয়েছেন আজম।তিনি বলেছেন, ‘বুখারি বিকিয়ে গিয়েছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি সপা-কে সমর্থন করেছেন। আর এখন তিনি বিএসপিকে সমর্থন করছেন’।
মোদী ‘মহা প্রতারক’, ভোটের প্রচারে ফের বেলাগাম আজম খান
ABP Ananda, web desk
Updated at:
13 Feb 2017 09:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -