নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য সমাজবাদী পার্টি নেতা আজম খানের। এবার তাঁর নিশানায় ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীর সহ দেশের অন্যান্য সংবেদনশীল অঞ্চলগুলিতে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রীর। তাঁর আরও দাবি, ‘কাশ্মীর, ঝাড়খণ্ড অসমে সেনা জওয়ানদের মারধর করে তাঁদের গোপনাঙ্গ কেটে দিয়েছেন মহিলারা। ভারতের বাস্তব হল, সেনাবাহিনীর ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে মহিলাদের। এই বার্তায় ভারতের লজ্জিত হওয়া উচিত।’

আজম খানের এই মন্তব্যের কড়া সমালোচনা করে তাঁকে সপা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিজেপি। দলীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘আজম খান বারবার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছেন। তিনি কোনওদিনই ভারতীয় সেনাবাহিনীকে আপন মনে করেননি। আজম খানের মতো ব্যক্তিদের মানসিকতা কতটা খারাপ, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি ভারতীয় সেনা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। মুলায়ম সিংহ যাদব ও অখিলেশ যাদবকে প্রশ্ন করতে চাই, তাঁরা কি এই মন্তব্যের সঙ্গে একমত? তাঁরা কেন এখনও আজম খানকে দল থেকে বহিষ্কার করেননি?’

মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন আজম। গত মাসেই রামপুরে প্রকাশ্যে ১৪ জন কিশোর মিলে দুই তরুণীর শ্লীলতাহানি করার ভিডিও ভাইরাল হওয়ার পর এই সপা নেতা বলেছিলেন, মহিলাদের শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করতে তাঁদের বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয় পুরুষদের। ২০১৬ সালে বুলন্দশহরে এক নাবালিকা ও তার মায়ের গণধর্ষণের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলার জন্য সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হন আজম। কিন্তু তারপরেও তিনি বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত হচ্ছেন না।