নয়াদিল্লি: ১৯৯২-এর বাবরি মসজিদের কাঠামো ধ্বংস মামলায় সিবিআইয়ের আর্জির  শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বাবরি ধ্বংস মামলায় ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছিল লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতো সহ শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে। রায়বরেলীর আদালত পরে ষড়যন্ত্রের দায় থেকে আডবাণীদের মুক্তি দেয়। ইলাহাবাদ হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। এরপর সুপ্রিম কোর্টের ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিল সিবিআই।

এদিন বিচারপতি পি সি ঘোষ জানিয়েছেন, মামলার শুনানি হবে বৃহস্পতিবার। কারণ, এই মামলায় শেষবারের শুনানিতে ছিলেন বিচারপতি আর এফ নরিম্যান। তিনি এদিন বেঞ্চে ছিলেন না।

আডবাণীর কৌঁসুলি কে কে বেণিগোপাল মামলার শুনানি চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি পি সি ঘোষ।

গত ৬ মার্চের শুনানিতে পদ্ধতিগত কারণে ১৩ জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাহার করার ট্রায়াল কোর্টের সিদ্ধান্তে অসন্তোষ ব্যক্ত করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেঞ্চ যড়যন্ত্রের অভিযোগে ফের মামলা শুরুর ইঙ্গিত দিয়েছিল।