নয়াদিল্লি: সৌদি আরবের দাম্মাম থেকে কোচিগামী বিমানে জন্ম হওয়া শিশুটিকে আজীবন বিনামূল্যে বিমানে চড়ার সুযোগ দেওয়া হচ্ছে। জেট এয়ারওয়েজের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ওই বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্থার বিমানে প্রথমবার একটি শিশুর জন্ম হল। সেই কারণেই তাকে সারাজীবন বিনামূল্যে বিমানে চড়ার টিকিট দেওয়া হচ্ছে।


শনিবার রাত ২.৫৫ মিনিটে দাম্মাম থেকে কোচির উদ্দেশে রওনা হয় বিমানটি। সন্তানসম্ভবা ওই মহিলার প্রসব বেদনা শুরু হতেই জরুরি ভিত্তিতে বিমানটি মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেন পাইলট। কিন্তু আরব সাগরের উপরে যখন বিমানটি উড়ছিল, তখনই সন্তানের জন্ম দেন ওই মহিলা। ক্রু মেম্বার ও এক নার্সের সহায়তায় প্রসব হয়। বিমানটি মুম্বই নিয়ে যাওয়া হয়। সেখানে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে মা ও নবজাতককে। দু জনেই সুস্থ বলে জানা গিয়েছে। নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে রবিবার দুপুর ১২.৪৫ মিনিটে কোচি পৌঁছয় বিমানটি।