মুম্বই: জলের অভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল পরিবার। কিন্তু শেষপর্যন্ত সেই জলই প্রাণ কাড়ল একরত্তি শিশুর। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। খরা কবলিত লাতুর ছেড়ে থানেতে চলে এসেছিল ওই শিশুর পরিবার। কিন্তু এক গামলা জলে ডুবে মৃত্যু হয় ওই শিশুর।
পুলিশ জানিয়েছে, লাতুরের আহমেদপুর গ্রামে জলের তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে ওয়াগমারে পরিবার কয়েকমাস আগে আশ্রয় নিয়েছিল থানের একটি ঝুপড়িতে। সঙ্গে ছিল ওই পরিবারের এক বছরের শিশুটিও।
গত রবিবার মায়ের চোখ এড়িয়ে কোনওভাবে জল ভরা গামলাতে পড়ে যায় সে। তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান তার মা। সঙ্গে সঙ্গে তাকে পুরসভার হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে নিথর হয়ে যায় সে। চিকিত্সকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
থানের ভর্তক নগর থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছে।