৪৪টি শহিদ, ২০০ কৃষক পরিবারকে আড়াই কোটি অমিতাভের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2018 06:04 PM (IST)
তিনি কী ধরনের পণ্যের বিজ্ঞাপন করেন, জানতে চাওয়া হলে বিগ বি বলেন, পণ্যটি পছন্দ হলেই বা তা ব্যবহার করলেই তার বিজ্ঞাপন করব। কিন্তু মদ, সিগারেট বা পানবাহার জাতীয় বস্তুর প্রচার করি না কেননা ওগুলি নিজেই খাই না।
মুম্বই: শহিদ পরিবারগুলিকে ১ কোটি ও কৃষকদের ঋণ মকুব করে দিতে তিনি দেড় কোটি টাকা দেবেন বলে জানালেন অমিতাভ বচ্চন। বিগ বি আজ সাংবাদিকদের বলেন, গতকালই সরকারের কাছ থেকে ৪৪ জন শহিদের পরিবারের তালিকা পেয়েছি। ওদের জন্য ১ কোটি টাকার ১১২টি ডিমান্ড ড্রাফট তৈরি করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে এই অর্থের ৬০ শতাংশ শহিদের স্ত্রী, ২০ শতাংশ তার বাবা, ২০ শতাংশ মা পাবেন। এই নিয়ম মেনে ৪৪টি পরিবারের মধ্যে ওই অর্থ বন্টন করেছি।
অনেক বছর আগে ভাইজ্যাগে শ্যুটিংয়ের ফাঁকে পড়েছিলাম, চাষিরা কেউ ১৫০০০, কেউ ২০০০০ বা ৩০০০০ টাকা লোন নিয়ে শোধ করতে না পেরে আত্মহত্যা করছেন। ফিরে এসে ৪০-৫০টা কৃষক পরিবারকে লোনের অর্থ দিই। এবার ২০০টি কৃষক পরিবারকে ১.২৫ কোটি টাকা দেব। ব্যাঙ্ক থেকে ২০০টি লোনের তালিকা পেয়েছি। সেটা আমি শোধ করে দিচ্ছি।
অমিতাভ দেশের কৃষকদের কষ্টে বিচলিত বলেও জানান। বলেন, কৃষক আত্মহত্যার খবরে সবসময়ই কষ্ট পাই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -