ইটানগর: প্রাকৃতিক দুর্যোগে দলাই লামার সফরসূচিতে বদল। খারাপ আবহাওয়ার জন্য তাঁর বিমান উড়তে পারল না। তাওয়াং যাত্রা পিছিয়ে দিয়েছেন তিনি। আজ সন্ধ্যায় গাড়িতে পশ্চিম কামেং-এর বমডিলায় পৌঁছনোর কথা তিব্বতী ধর্মগুরুর। সেখান থেকে কাল তিনি যাবেন ১৪ কিমি দূরে দিরাং-এ। ১২ এপ্রিল ইটানগর যাওয়ার আগে বৃহস্পতিবার তিনি যাবেন তাওয়াং-এ।
বমডিলায় বুদ্ধ পার্কে কাল ভাষণ দেবেন তিনি। ৬ এপ্রিল দিরাং-এ নিজের বাণী প্রচার করবেন, স্থানীয় মঠে নানা কর্মসূচি আছে তাঁর। ৮ থেকে ১০ এপ্রিল তাওয়াং-এ ধর্মীয় আলোচনা করবেন তিনি।
২০০৯ সালে তিনি শেষ এসেছিলেন অরুণাচল প্রদেশ সফরে। সেই সফর হয়েছিল তিব্বতের লাসা থেকে অরুণাচলের মধ্য দিয়ে তাঁর ভারতে ঢোকার ৫০বছরের মাথায়।
৮ বছরের ব্যবধানে তাঁর এবারের সফর ঘিরেও ভারত, চিন মতপার্থক্য প্রকট। বরাবরের মতো এবারও কেন তিনি অরুণাচল যাবেন, প্রশ্ন তুলেছে চিন। ভারত অবশ্য আজ পরিষ্কার বলে দিয়েছে, দলাইয়ের সফরকে কেন্দ্র করে কোনও কৃত্রিম জটিলতা পাকিয়ে তোলা উচিত নয়।