নয়াদিল্লি: গোরক্ষায় ও 'লাভ জেহাদ' রুখতে গুজরাতে যুবকদের মধ্যে ত্রিশূল বিলি করছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। গত আড়াই বছরে চার হাজারের বেশি ত্রিশূল যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে রাজধানী গাঁধীনগরে। শুধু এ বছরেই এ পর্যন্ত দেওয়া হয়েছে ৭০০ ত্রিশূল।

সোমবার গাঁধীনগরে ত্রিশূল দীক্ষার অনুষ্ঠান করে ভিএইচপি। ৭৫ যুবকের হাতে ত্রিশূল তুলে দেওয়া হয়। এ বছরে ওই এলাকায় মাসিক ত্রিশূল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে তারা।

ভিএইচপি-র সাধারণ সম্পাদক মহাদেব দেশাইয়ের দাবি, একাধিক গোহত্যা হয়েছে গুজরাতে। পুলিশ ঠেকাতে পারেনি। সময় হয়েছে, যখন হিন্দু যুবকদের মোকাবিলায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি লাভ জিহাদের বিপদ রুখতেও উদ্যোগ নিয়েছি আমরা। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাইরে অ্যান্টি-রোমিও স্কোয়াড মোতায়েন করছি।

গাঁধীনগরের পুলিশ অবশ্য প্রকাশ্যে কাউকে ত্রিশূল বহন করতে দেওয়া হবে না, আইন হাতে তুলে নিলে শাস্তি মিলবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যদিও পাল্টা ভিএইচপি নেতার দাবি, ত্রিশূলকে অস্ত্রের মধ্যে ফেলাই যায় না, তা নিষিদ্ধ ঘোষিত অস্ত্রের তুলনায় এক সেন্টিমিটার ছোট।