নয়াদিল্লি: বলিউড গায়ক সোনু নিগমকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিলেন শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের পুত্র নিলেশ রাণে।
নিলেশ জানান, এখন বালাসাহেব বেঁচে নেই। ফলত, এই বিষয়ে এখন কথা বলতে পারবেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত। তিনি জানেন, বালাসাহেবের নির্দেশে কীভাবে শিবসৈনিকরা সোনু নিগমকে মারতে গিয়েছিলেন। নিলেশের আরও অভিযোগ, ২০০১ সালে দলের ঠাণে ইউনিট প্রধান আনন্দ দিঘেকেও হত্যা করিয়েছিলেন বালাসাহেব। তাঁর প্রশ্ন, বালাসাহেবের কর্জত ফার্মহাউসে কতজনকে হত্যা করা হয়েছে, তা জানাক শিবসেনা।
প্রসঙ্গত, বিনায়ক রাউতের করা অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিস্ফোরক অভিযোগ তোলেন নিলেশ। সম্প্রতি, রাউত অভিযোগ করেন, নারায়ণ রাণে তাঁর আমলে ৯ জনকে হত্যা করেছেন। এই নিয়ে তিনি রাণের জবাবদিহিও দাবি করেন। বলেন, সাহস থাকে তো নারায়ণ রাণে বলুন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই নিলেশের পাল্টা অভিযোগ। তবে, এই নিয়ে শিবসেনার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেসের টিকিটে সাংসদ ছিলেন নিলেশ। ২০১৪ নির্বাচনে বিনায়ক রাউতের কাছে তিনি পরাস্ত হন। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে তিনি মহারাষ্ট্র স্বাভিমানী পক্ষ-তে যোগ দেন।