নয়াদিল্লি: জালিকাট্টুর (ষাঁড়ের সঙ্গে দ্বৈরথ) ওপর নিষেধাজ্ঞার নিন্দায় সরব কমল হাসানও। তামিলনাড়ুতে সামনেই পোঙ্গল উত্সব। সে সময় জালিকাট্টু অর্থাত ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করে তাকে বশে আনার ঐতিহ্যশালী প্রথা পালনের অনুমতি দেওয়ার দাবিতে সরব হচ্ছে নানা মহল। সেই দাবির পক্ষে মুখ খুলে খ্যাতনামা অভিনেতার মন্তব্য, জালিকাট্টু বন্ধ করে দিলে বিরিয়ানিও নিষিদ্ধ হোক আগে!


পশুপ্রেমী গোষ্ঠীগুলির মত, জালিকাট্টু প্রথা থাকা মানে পশু নির্যাতন চলতে দেওয়া। সেই মত সমর্থন করেই ২০১৪-র মে মাসে সুপ্রিম কোর্ট তা নিষিদ্ধ ঘোষণা করে। তবে তা খতিয়ে দেখতে তামিলনাড়ু সরকারের পেশ করা আবেদন বাতিল করে পরে নিষেধাজ্ঞা বহালই রাখে সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে বিক্ষোভও হয় রাজ্যে। এবার কমল হাসানও নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়ে বললেন, তাহলে পশুপ্রেমীরা বিরিয়ানিও নিষিদ্ধ করে দিন! জালিকাট্টু সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে। এটা ষাঁড়কে আলিঙ্গন করা, তার সঙ্গে লড়াই করে তাকে দমন করা নয়। স্পেনের খেলার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। আমি তামিল। এটাকে খেলা হিসাবে ভালবাসি। এই খেলা ষাঁড়কে হত্যা করা নয়। বরং এ খেলায় ষাঁড়কে আঘাত করলে খেলা থেকে সরে যেতে হয়। হাতেগোনা কয়েকজন তারকা যারা গর্ব করে দাবি করতে  পারে যে, ষাঁড়কে আলিঙ্গন করেছে, তাদেরই একজন আমি।


এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পনিরসেলভামও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আবেদন করেছেন, জালিকাট্টুর সমর্থনে রাজ্যজুড়ে যে সমর্থন তৈরি হয়েছে, সেটা মাথায় রেখে ভারত সরকার যেন তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি বাধা দূর  করে এই প্রথা পালনে সম্মতি দেয়।