নয়াদিল্লি: এবার বলিউড-এ খড়গহস্ত বিজেপি। দলের সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ঠিক করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরকে চিঠি লিখে তিনি অনুরোধ করবেন বলিউড শব্দটি নিষিদ্ধ করতে। হিন্দি ফিল্মি দুনিয়া বোঝাতে তার জায়গায় আনতে হবে নতুন শব্দ।


বিজয়বর্গীয় বলেছেন, দিনকয়েক আগে পরিচালক সুভাষ ঘাই তাঁর সঙ্গে বিজেপি সদর দফতরে এসে দেখা করেন। বলেন, বিবিসি বলার পর থেকে হিন্দি চলচ্চিত্র বোঝাতে বলিউড শব্দটি ব্যবহৃত হয়, যাতে বোঝা যায়, এখানে শুধু হলিউডি ছবির নকল করা হয়। এটা এখনই বন্ধ করা উচিত।

তাঁর কথায়, ভারতে সত্যজিৎ রায় ও দাদাসাহেব ফালকের মত পরিচালক ছিলেন, যাঁরা অসাধারণ সব ছবি করেছেন। কী করে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব যে আমরা শুধু ইংরেজি ছবির নকল করি। ভারতীয় চলচ্চিত্র জগৎকে হিন্দি বা বাংলা চলচ্চিত্র, তামিল, ওড়িয়া অথবা ভোজপুরী চলচ্চিত্র শিল্প বলে উল্লেখ অনেক বেশি সম্মানের হবে এখনকার টলিউড, কলিউডের থেকে।

সংবাদমাধ্যমও যাতে বলিউড শব্দটি না ব্যবহার করে, সে ব্যাপারে অনুরোধ করেছেন তিনি।