নয়াদিল্লি: মহিলাদের থেকে পুরুষরা উন্নততর। তারা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে তাই ভুল সিদ্ধান্ত নেয় না। অতএব থাকুক তালাক প্রথা। সুপ্রিম কোর্টে তিন তালাকের সমর্থনে এমনই প্রস্তরযুগীয় যুক্তি সাজাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এআইএমপিএলবি শীর্ষ আদালতে বলেছে, শরিয়ত শুধু পুরুষদের ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে, কারণ পুরুষদের বুদ্ধিসুদ্ধি মেয়েদের থেকে ভাল। আর তা ছাড়া মুসলিম পুরুষদের চারজন স্ত্রী রাখার প্রথাও এক্কেবারে ঠিকঠাক কারণ চারটে বৌয়ের সুবিধে না থাকলে পুরুষের অবৈধ যৌন সংসর্গের প্রবণতা বাড়তে পারে। এতে তো মহিলারাই উপকৃত হচ্ছে, তাই না?
সায়রা বানু নামে উত্তরাখণ্ডের এক মহিলা অন্যান্য মুসলিম মহিলাদের সহায়তায় শীর্ষ আদালতে তিন তালাক প্রথা অসাংবিধানিক ঘোষণার আবেদন করেছেন। তার জবাবেই এফিডেভিট দিয়ে তিন তালাকের পক্ষে জোরদার সওয়াল করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের দাবি, তিন তালাক প্রথা ইসলাম ধর্মাভ্যাসের অঙ্গ, সংবিধানের ধর্মপালনের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই এর যৌক্তিকতা বিচারের অধিকার শীর্ষ আদালতের নেই। ৬৮ পাতার এফিডেভিটে বোর্ড বলেছে, বিয়ে যখন টিকবে না বোঝাই যাচ্ছে, তখন তা দ্রুত শেষ করে দেওয়ার জন্য মুসলিম পুরুষদের তিন তালাকের অধিকার রয়েছে। যদি ইচ্ছে না থাকলেও কোনও স্বামীকে তার স্ত্রীকে সঙ্গে রাখতে হয়, তাহলে ওই স্বামী ও তার পরিবার মহিলার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে পারে। রাগ মাথায় উঠে গেলে খুন করে ফেলাও বিচিত্র নয়। তাই আদালতের ঝুটঝামেলায় না জড়িয়ে, ডিভোর্সের জন্য দীর্ঘদিন অপেক্ষা না করে যেভাবে ইচ্ছে হলেই তালাক দেওয়া যাচ্ছে, তাই ভাল। আদালতে কাদা ছোঁড়াছুঁড়ি হলে পুরুষের থেকে মহিলার সম্মানহানির আশঙ্কা বেশি বলে মত দিয়েছে তারা।
আর পুরুষদের বহুবিবাহকে যেহেতু ইসলাম ধর্ম সমর্থন করেছে, তাই এই সুবিধে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না বলে দাবি বোর্ডের। তাদের বক্তব্য, মহিলাদের সংখ্যা যদি পুরুষদের থেকে বেশি হয় আর পুরুষদের বহুবিবাহের অধিকার না থাকে, তবে অনেক মেয়েকেই তো গোটা জীবন অবিবাহিত হয়ে কাটাতে হবে। অতএব, বহুবিবাহ শুধু পুরুষদের লিপ্সা চরিতার্থ করার জন্য নয়, এর জোরদার সামাজিক প্রয়োজন রয়েছে। তা নাহলে তো মহিলাদের পুরুষদের রক্ষিতা হয়ে জীবন কাটাতে হবে। সেটা ভাল না চার বৌয়ের একজন হওয়ার সম্মান পাওয়া ভাল?
এর ওপর ৬ তারিখ শুনানি হবে শীর্ষ আদালতে।
থাকুক বহুবিবাহ; নইলে বাড়তে পারে অবৈধ সম্পর্ক, তিন তালাকের সমর্থনে সুপ্রিম কোর্টকে বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড
ABP Ananda, web desk
Updated at:
03 Sep 2016 02:03 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -