ভোপাল: মধ্য প্রদেশের নামলি এলাকার সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলে বন্দে মাতরম স্লোগান দেওয়ায় ২০ জন পড়ুয়াকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে আজ বনধ ডেকেছে স্থানীয় দক্ষিণপন্থী সংগঠনগুলি।
জানা গিয়েছে, ১১ তারিখ ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ওই পড়ুয়াদের প্রি-বোর্ড পরীক্ষায় বসতেও দেওয়া হয়নি। এর প্রতিবাদে বজরং দল বনধ ডেকেছে, স্কুলটির স্বীকৃতি খারিজ করারও দাবি করেছে।
যদিও মধ্য প্রদেশ ক্যাথলিক চার্চের দাবি, ঘটনাটি এমন নয়। তাদের বক্তব্য, নবম শ্রেণির একদল ছাত্র সকালের সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়া শেষ হওয়ার পর বন্দে মাতরম স্লোগান তোলে, সঙ্গে নাচতে থাকে। বন্দে মাতরমকে এভাবে বিদ্রূপ করা হয়েছে বলে সংগঠনটির দাবি। এই অসম্মানে ক্ষুব্ধ হয়ে স্কুল কর্তৃপক্ষ তখনই তাদের থামতে বলে, জানায়, না হলে ব্যবস্থা নেওয়া হবে।
চার্চের দাবি, স্কুলে এখন কোনও প্রি-বোর্ড পরীক্ষা চলছে না, ফলে পরীক্ষায় বসার প্রশ্ন নেই। ওই ছাত্রদের বরখাস্ত করাও হয়নি, বলা হয়েছে, নতুন করে নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলে না আসতে। জানা গিয়েছে, কোনও অভিভাবক স্কুল কর্তৃপক্ষের নামে নামলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। যদিও তাঁরা কেউ প্রকাশ্যে কিছু বলতে রাজি নন, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভয় পাচ্ছেন তাঁরা।
স্কুল কর্তৃপক্ষ নাকি পুলিশকে বলেছে, ঘটনার দিন সকালের সমাবেশে উপস্থিত যে কোনও ব্যক্তির বক্তব্য রেকর্ড করে প্রকৃত ঘটনা জেনে নিতে।
মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে বন্দে মাতরম স্লোগান দেওয়ায় ‘বহিষ্কৃত’ ২০ জন ছাত্র, প্রতিবাদে বনধ দক্ষিণপন্থী সংগঠনগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2018 11:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -