সেলিম বলেছেন, ব্যান্ডস্ট্যান্ডে টয়লেট বসানোর বিরোধিতা করছি না। এই উদ্যোগে সমর্থন জানাই। কিন্তু ঘুরে বেড়ানোর রাস্তার মাঝখানে শৌচাগার থাকলে অবাঞ্ছিত লোকজনের ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
অতীত দিনের বলিউড নায়িকা ওয়াহিদা রহমানের অভিযোগ , তাঁর বাংলো ও সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একেবারে উল্টো দিকেই বসেছে শৌচাগার। ইতিমধ্যেই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের প্রাতঃভ্রমণকারী ও ব্যবহারকারীদের একটি সংগঠন পুরসভার কাছে শৌচাগারের ব্যাপারে অভিযোগ জানিয়েছে। টয়লেটের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের পিটিশনে সই দিয়েছেন ওয়াহিদা।
স্থানীয় পুরপ্রতিনিধি আসিফ জাকারিয়া ওয়ার্ড অফিসারকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, শৌচাগার নির্মাণের উদ্যোগ সমর্থন করি, তবে সঠিক প্ল্যানিং চাই। নিয়মের তোয়াক্কা না করে যেখানে সেখানে, এমনকী ফুটপাথেও শৌচাগার বসাচ্ছে পুরসভার লোকজন। খার টেলিফোন এক্সচেঞ্জের বাইরে রাস্তার ওপরই শৌচাগার হয়েছে, অথচ সেখানে বর্জ্য বেরনোর সংযোগই নেই।
পুরসভার এক অফিসার যদিও বলেছেন, সর্বক্ষণ ওখানে একজন নজরদার থাকবে। ব্যান্ডস্ট্যান্ডে পথচারী ও হাঁটতে আসা লোকজনের শৌচকর্মের সুবিধা করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। শৌচাগারে কারও অসুবিধা হওয়ার কথা নয়।