লখনউ: উত্তরপ্রদেশের মীরাটে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স। সে বেআইনিভাবে এ দেশে থাকছিল বলে অভিযোগ। তার কাছ থেকে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, স্থানীয় ঠিকানার প্রমাণ, একটি মোবাইল ফোন ও বাংলাদেশের একটি সিমকার্ড পাওয়া গিয়েছে।
ধৃতের নাম আবু হান্নান ওরফে আবু হান্না। বাংলাদেশের রাজশাহী জেলার ধর্মপুরের বাসিন্দা সে। পুলিস জানিয়েছে, সে মীরাটের ফালওয়াদা পুলিশ স্টেশন এলাকায় থাকছিল।
জেরায় আবু হান্নান বলেছে, কয়েক বছর আগে দেশ ছেড়ে বেআইনিভাবে সে এ দেশে ঢুকে পড়ে। কলকাতা, মুজফফরপুর, দিল্লি, লুধিয়ানায় এটা ওটা কাজ করার পর ২০০৬ থেকে আছে মীরাটে। স্থানীয় মেয়েকে বিয়েও করেছে, শ্বশুরবাড়ির সাহায্যে বার করে নিয়েছে ঠিকানার প্রমাণ। তা দিয়ে আবার পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ডও বেআইনিভাবে করিয়ে নিয়েছে সে।
ধৃতের স্ত্রী কাজ করে সৌদি আরবের এক বিউটি পার্লারে। কিছুদিনের মধ্যে তার দেশে আসার কথা। ধৃত জানিয়েছে, এ দেশে সে বাড়ি করার কথাও ভাবছিল।
বেআইনিভাবে এ দেশে থাকা বাংলাদেশি নাগরিক গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 01:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -