সূত্রের খবর, ছগন লাল(৭০) নামে অবসরপ্রাপ্ত রেলের কর্মী এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পড়ে গিয়ে তাঁর শিরদাঁড়ার নিচের হাড় ভেঙে যায়। চিকিত্সকরা জানান, খুব শিগগির অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু পরিবারের লোকজন পড়েন মহা সমস্যায়। অপারেশনের জন্য প্রয়োজনীয় ২৫০০০ টাকা বাড়িতে নেই। এটিএম থেকেও দৈনিক টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে। শেষমেশ কোনও উপায় না দেখে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন লালের পরিবার। সমস্ত কিছু খুলে বলেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ম্যানেজার প্রদীপ যাদবকে। ব্যাঙ্ক ম্যানেজারও সময় নষ্ট না করে সেদিন সন্ধ্যেয় প্রয়োজনীয় টাকা হাসপাতালে গিয়ে নিজে হাতে দিয়ে আসেন।
লালের স্ত্রী নির্মলা দেবী জানিয়েছেন, দেবদূতের মতো এসে তাঁদের উদ্ধার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার। কিন্তু কৃতিত্ব নিতে একেবারেই রাজি নন যাদব। তিনি বলেন, এটা তাঁর কর্তৃব্য। দুঃসময় ওই পরিবারের পাশে দাঁড়াতে পেরে তিনিও খুশি।