মুম্বই: নোট বাতিল ঘোষণার পর যে হারে একের পর এক আর্থিক তছরুপ ও বেআইনিভাবে নগদ বদলের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে বিচলিত রিজার্ভ ব্যাঙ্ক। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
আরবিআই-এর ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা জানান, দেশের সব ব্যাঙ্কগুলিকে সেন্ট্রাল ডেটা চেকিং বা কেন্দ্রীয় স্তরে তথ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আরবিআই। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অসঙ্গতি পাওয়া গেলেই ইন্টারনাল অডিটের মাধ্যমে তা যেন খতিয়ে দেখা হয়।
তিনি আরও জানান, আরবিআই-এর কর্মকর্তারাও বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে এই ডেটা পরীক্ষা করে দেখছেন। সেখানে কোনও সন্দেহজনক লেনদেন নজরে আসলেই যথাযথ তদন্তে করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, সব ব্যাঙ্ককে কাউন্টার, কারেন্সি চেস্ট-সহ সব জায়গার সিসিটিভি ফুটেজ রাখতে বলা হয়েছে।
সম্প্রতি, অ্যাক্সিস ব্যাঙ্কের বড়বাজার শাখার ডেপুটি ম্যানেজারকে অবৈধ কাজের জন্য গ্রেফতার করা হয়। অন্যদিকে, দিল্লির চাঁদনি চকে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ১০০ কোটিরও বেশি টাকার হদিস পেয়েছে আয়কর দফতর। এই প্রেক্ষিতে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হতে পারে বলে খবর ছড়িয়ে পড়ে। এদিন সেই আশঙ্কার কথা খারিজ করে দেন মুন্দ্রা।
এদিকে, এদিনই নোটকাণ্ডে এবার জালে জড়িয়ে পড়ে রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের নাম। পুরনো নোট বদলের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের বেঙ্গালুরু শাখার সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট কে মিখাইল-সহ তিনজনকে গ্রেফতার করল সিবিআই।
ধৃতদের কাছ থেকে উদ্ধার ১৬ লক্ষ ৮৪ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ মহীশূরের কোল্লাগালা শাখায় পুরনো নোট থেকে ১ কোটি ৫১ লক্ষ ২৪ হাজার টাকা নতুন নোটে বদলে ফেলা হচ্ছিল। এই খবর পেয়ে অভিযান চালায় সিবিআই। গোটা ঘটনায় আরবিআই আধিকারিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে সিবিআই সূত্রে দাবি।
মুন্দ্রা জানান এক জুনিয়র কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছে আরবিআই।