মুম্বই: ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের পর পুরানো নোট বদল বা অ্যাকাউন্টে জমা করতে দেশের ব্যাঙ্কগুলিতে ভিড় জমেছে। ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে বদল ও জমা নিয়ে পুরানো নোটে মোট ৫.৪৪ লক্ষ কোটি টাকা এসেছে। এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলি তাদের কাউন্টার ও এটিএম থেকে ১,০৩,৩১৬ কোটি টাকা বন্টন করেছে।
গত ৮ নভেম্বর রাতে ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের পর আরবিআই পুরানো নোট বদল বা সেগুলি জমা নেওয়ার ব্যবস্থা করেছিল। রিজার্ভ ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক ও শহরের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিতে নোট বদল বা জমা করার বন্দোবস্ত হয়েছে। ১০ নভেম্বর থেকে বাতিল নোট বদল ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৫,৪৪,৫৭১ কোটি টাকার পুরানো নোট বদল ও জমা মিলিয়ে ব্যাঙ্কগুলিতে এসেছে। এরমধ্যে বদল হওয়া নোটের পরিমাণ ৩৩,০০৬ কোটি টাকা। অ্যাকাউন্টে জমা পড়েছে ৫,১১,৫৬৫ কোটি টাকা।
উল্লেখ্য, ব্যাঙ্কগুলিতে বাতিল নোট বদল বা জমা দেওয়ার বন্দোবস্ত করা ছাড়াও অন্য কয়েকটি ব্যবস্থার কথাও জানিয়েছিল সরকার। পেট্রোল ও ডিজেল ক্রয়, রেল ও বিমানের টিকিট কেনা, সরকারি সংস্থাগুলিতে বিল, কর জমা দেওয়া ও সরকারি হাসপাতালের ক্ষেত্রে বাতিল নোট ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
এদিন সরকার কৃষকদের সরকারি আউটলেট বা কেন্দ্রীয় ও রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পুরানো ৫০০ টাকার নোটে রবি মরশুমের জন্য বীজ ক্রয়ের অনুমতি দিয়েছে।
ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে ৫.৪৪ লক্ষ কোটি টাকার বাতিল নোট
ABP Ananda, web desk
Updated at:
21 Nov 2016 03:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -