মুম্বই: ৮ নভেম্বর কেন্দ্র ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল। এরপর ব্যাঙ্ক থেকে পুরানো নোট বদল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরানো নোট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে পুরানো নোট বদল ও অ্যাকাউন্টে জমা সূত্রে ২৭ নভেম্বর পর্যন্ত পুরানো নোটে মোট ৮.৪৫ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। কাউন্টার ও এটিএমের মাধ্যমে ব্যাঙ্কগুলি বন্টন করেছে ২.১৬ লক্ষ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্কের কাউন্টারে নোট বদল ও অ্যাকাউন্টে জমা নেওয়ার কাজ ১০ নভেম্বর থেকে শুরু হয়। এ পর্যন্ত জমা পড়ার পরিমাণ ৮,৪৪,৯৮২ কোটি টাকা। এরমধ্যে কাউন্টারে বদল হয়েছে ৩৩,৯৪৮ কোটি টাকার পুরানো নোট। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পুরানো নোটে জমা পড়েছে ৮,১১,০৩৩ কোটি টাকা।
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কগুলি থেকে ওই সময় পর্যন্ত কাউন্টার ও এটিএম মারফত তোলা হয়েছে ২,১৬,৬১৭ কোটি টাকা।
উল্লেখ্য, নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্কগুলিতে বাতিল টাকা বদল বা অ্যাকাউনটে জমা দেওয়া এবং টাকা তোলার জন্য সারা দেশেই ভিড় দেখা গিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্ট হোল্ডার সপ্তাহে ২৪ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এরমধ্যেই রয়েছে এটিএম থেকে তোলা টাকাও। এটিএম থেকে দিনে ২,৫০০ টাকা করে তোলা যাচ্ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পুরানো নোটে ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে ৮.৪৫ লক্ষ কোটি টাকা, তোলা হয়েছে ২.১৬ লক্ষ কোটি টাকা
ABP Ananda, web desk
Updated at:
28 Nov 2016 11:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -