নয়াদিল্লি: লকার থেকে কোনও মূল্যবান চুরি কা খোয়া গেলে তার দায় ব্যাঙ্কের নয়। মিলবে না কোনও ক্ষতিপূরণ। এমনটাই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।


সম্প্রতি, ব্যাঙ্কের লকার থেকে মূল্যবান সামগ্রী খোয়া বা চুরি গেলে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের দায় নিয়ে তথ্য জানার অধিকার আইনে মামলা করেন এক জনৈক আইনজীবী।


উত্তরে দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়ে দেয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে বা সেফ ডিপোজিট বক্সে রাখা মূল্যবান সামগ্রী চুরি গেলে বা ডাকাতির ঘটনায় খোয়া গেলে তার দায় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের নয়। রিজার্ভ ব্যাঙ্কর মতে, লকার ভাড়ার সময় যে চুক্তি করা হয়, তাতেই স্পষ্টভাবে ব্যাঙ্কের সব দায় খারিজ করার কথা উল্লেখ করে দেওয়া হয়।


শুধু আরবিআই নয়, একই উত্তর আসে ১৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফেও। তারাও শীর্ষ ব্যাঙ্কের সুরে সুর মিলিয়ে জানিয়ে দেয়, লকারের সামগ্রী চুরির ক্ষেত্রে তারা কোনও ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। তারা জানিয়ে দেয়, লকার ভাড়া করার সময় ব্যাঙ্ক ও গ্রাহকের সম্পর্ক হয় গৃহকর্তা ও ভাড়াটিয়ার মতো। অর্থাৎ, ভাড়াটিয়ার ঘরে চুরি হলে গৃহকর্তা ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।


আরটিআই-এর মাধ্যমে মেলা জবাবকে হাতিয়ার করে এবার ওই আইনজীবী কম্পিটিশন কমিশনার অউ ইন্ডিয়া (সিসিআই)-এর দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, লকার পরিষেবার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি একটা অশুভ আঁতাঁত তৈরি করেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এই লকার-নিয়মকে কার্যকর করতে কখনই কোনও নির্দেশিকা জারি করেনি আরবিআই। পাশাপাশি, গ্রাহকের ক্ষতি যাচাই করার বিষয়েও কোনও পন্থা নেই, যা অনৈতিক।