নয়াদিল্লি: গত অর্থবর্ষে বিভিন্ন প্রতারণার ঘটনার ফলে ব্যাঙ্কগুলির প্রায় ১৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। লোকসভায় এমনই জানাল অর্থ মন্ত্রক। লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্ল বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি বাণিজ্যিক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতারণা বিষয়ক নজরদারি রিপোর্টে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষে প্রতারণার ফলে মোট ১৬,৭৮৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।’

অর্থ প্রতিমন্ত্রী আরও বলেছেন, সাইবার নিরাপত্তা বিষয়ক অভ্যন্তরীণ স্থায়ী কমিটি গঠন করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই কমিটিতে শিক্ষাবিদ, তথ্যের নিরাপত্তা অডিট, ফরেন্সিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের রাখা হয়েছে। বর্তমান প্রযুক্তির গলদ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে এই কমিটি। ব্যাঙ্কগুলিকে নিয়মিত শাখা ও এটিএমগুলির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

অন্য একটি প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্ক ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গিয়েছে। এই ধরনের ঘটনার ফলে ৬৫.৩ কোটি টাকা ক্ষতি হয়েছে। বর্তমান অর্থবর্ষের প্রথমার্ধে ৩৯৩টি চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে। এর ফলে ১৮.৪৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী আরও বলেছেন, ২,০০০ ও ৫০০ টাকার যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে, সেগুলি হয় জেরক্স, না হয় স্ক্যান করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলির নম্বর একই। উচ্চমানের কোনও জাল নোট সম্প্রতি পাওয়া যায়নি।