মুম্বই: নোট বাতিলের জন্য ব্যাঙ্কগুলিকে যথেষ্ট সময় দেওয়া হয়নি বলে মনে করছেন স্বয়ং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘আমরা যদি কোনও বিষয়ের জন্য অতিরিক্ত প্রস্তুতি নিই, তাহলে তার ফল ভাল হয়। নোট বাতিলের জন্য যদি আমরা আরও প্রস্তুতি নিতে পারতাম, তাহলে অবশ্যই এটা আমাদের পক্ষে কম শ্রমসাধ্য হত। নগদ নিয়ে যাওয়ার কিছু নিয়ম আছে। পুলিশ, কনভয়, নির্দিষ্ট রাস্তার ব্যবস্থা করতে হয়। তাই আমরা নোট বাতিলের কথা আগে জানতে পারলে সুবিধা হত।’


গত বছরের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১,০০০ নোট বাতিল করার সময় স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন ছিলেন অরুন্ধতী। তাঁর মতে, নোট বাতিলের সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল, সেটা এখনই বলা সম্ভব নয়। এর জন্য আরও সময় লাগবে। তবে নোট বাতিলের কিছু সুফল দেখা যাচ্ছে। করদাতার সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। বড় নোটের উপর মানুষের নির্ভরতা কমেছে। ডিজিটাল লেনদেন বেড়েছে। কালো টাকার মালিকরা বুঝতে পেরেছে, তাদের উপর নজর রাখা হচ্ছে। তারা ছাড় পাবে না।