বাওয়ানা আগুন: বিজেপি মেয়র বলছেন, কারখানার লাইসেন্স আমাদের কাছে, তাই কিছু বলতে পারব না, ধরা পড়ল মাইকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2018 09:50 AM (IST)
নয়াদিল্লি: বাওয়ানায় কারখানায় বিধ্বংসী আগুনে ১৭ জনের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে নয়া দিল্লি পুর নিগমের মেয়র প্রীতি আগরওয়ালের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, মাইকের সামনেই প্রীতি তাঁর সঙ্গীকে নীচু অথচ স্পষ্ট গলায় বলছেন, এই কারখানার লাইসেন্স আমাদের কাছে তাই এ নিয়ে কিছু বলতে পারব না।
দেখুন ভিডিওটি
[embed]https://twitter.com/ANI/status/954901975396630528?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fbawana-fire-watch-bjp-mayor-preeti-aggarwal-caught-saying-iss-factory-ki-licensing-hamare-paas-hai-isliye-hum-kuch-nahi-bol-sakte-637016[/embed]
গতকাল সন্ধের প্লাস্টিকের এই কারখানায় আগুনে মৃত ১৭ জনের মধ্যে ১০ জনই মহিলা। শ্বাসরোধ হয়ে অথবা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বাওয়ানার আগুনে মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতরা সাহায্য পাবেন ১ লাখ টাকা করে। কীভাবে এই কারখানাকে লাইসেন্স দেওয়া হল, কারা দিল, দুর্ঘটনা কীভাবে ঘটল- সব কিছুর তদন্ত হবে বলে জানিয়েছে দিল্লি সরকার।
কেজরীবাল ছাড়াও ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, বিজেপি নেতা মনোজ তিওয়ারি ও দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত। মনোজ মৃতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
একজন নিজেকে বাঁচাতে বাড়িটির তিনতলা থেকে নীচে ঝাঁপিয়ে পড়েন। চোটের কারণে হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। জানা গিয়েছে, আগুনে মৃতরা সকলে বাড়ির বেসমেন্ট, দোতলা ও তিনতলায় আটকে পড়েছিলেন। আগুন বেসমেন্টে লেগে ওপরের তলাগুলিতে ছড়িয়ে যায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -