নয়াদিল্লি: ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়দের উচিত তাঁদের নিজস্ব পরিচয় নিয়ে গর্ব করার। ভারতের সংবিধান তাই বলে। এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহর।
তিনি বলেন, হোক না খ্রীস্টান, বৌদ্ধ, হিন্দু, জোরোয়াস্ট্রিয়ান, মুসলিম বা জৈন—সকলের উচিত নিজ নিজ ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে গর্বিত হওয়ার। সকলের উচিত ভারতবাসী হিসেবে গর্ব করার। কারণ, দেশের সংবিধান তেমনটাই বলে।
মঙ্গলবার, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন পরিচালিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে খেহর মনে করিয়ে দেন, জন্মগতভাবে তিনি ভারতীয় নন, তা সত্ত্বেও এদেশে অন্যান্য মানুষের মতো তিনিও সমান সুযোগ ও মর্যাদা পেয়েছেন।
খেহর বলেন, এদেশের নাগরিক হওয়ার পর তিনি না কারও থেকে পিছিয়ে না কারও থেকে এগিয়ে। আপনি কারও চেয়ে কম বা বেশি নন। খেহর যোগ করেন, এদেশের রাষ্ট্রপতি একজন দলিত সম্প্রদায়ভুক্ত এবং তিনি তাঁর শৈশব মাটির ঘরে কাটিয়েছেন।
খেহর আরও বলেন, এদেশের উপ-রাষ্ট্রপতি একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে দলের পোস্টার সাঁটা দিয়ে। দেশের প্রধানমন্ত্রী চায়ের দোকোন ছিল।
খেহর বলেন, দেশের নাগরিকত্ব বা স্বাধীনতার অর্থ হল—নিজেদের স্বপ্ন, লক্ষ্য ও ইচ্ছাকে প্রাপ্ত করার স্বাধীনতা।