আগরা: আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাজমহল সফরে আসার আগেই সৌধ জুড়ে হৈ হৈ কাণ্ড। রয়্যাল গেটের ঠিক ওপর থেকে মাটিতে আছড়ে পড়ে বিরাট এক মৌচাক। হাজার হাজার মৌমাছির তাণ্ডবে এলাকায় ত্রাহি ত্রাহি রব পড়ে যায়।

সৌধ দেখতে আসা দর্শক তখন এদিক ওদিক পাঁই পাঁই করে দৌড়চ্ছেন। পিছনে তেড়ে আসছে মৌমাছির ঝাঁক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পড়ে, পুরাতত্ত্ব বিভাগ এতদিন ধরে করছিলটা কী, কেন তারা এত বড় এই মৌচাকের খোঁজ পেল না।

শেষমেষ তাজমহলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা মৌমাছিগুলি সরিয়ে দেন। দর্শকদের অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হয় তাজমহলের কাছে।

আজ বিকেল ৫টা ১০-এ তাজমহল পরিদর্শন করতে আসেন ফরাসি প্রেসিডেন্ট। সন্ধে ৬টা ১০-এ দিল্লির উড়ান ধরেন তিনি। এ জন্য আজ বিকেল তিনটের পর অন্যান্য দর্শকদের জন্য টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়, সাধারণের জন্য তাজমহল বন্ধ হয়ে যায় বেলা ৪টেয়।