নয়াদিল্লি: সীমান্ত পেরিয়ে দুই ভারতীয় সেনা-জওয়ানকে মেরে তাঁদের মুণ্ডচ্ছেদের ঘটনায় এ বার পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে তলব করল ভারত। এদিন বিদেশ দফতরের সচিব এস জয়শঙ্কর বাসিতকে ডেকে পাঠান। বিদেশমন্ত্রক সূত্রে এ কথা জানানো হয়েছে। ওই বর্বরোচিত হামলায় ভারতের কঠোর মনোভাব পাক দূতকে জানিয়ে দেওয়া হয়েছে।এদিন দুপুরে রাইসিনা হিলে বিদেশমন্ত্রকের অফিসে আসেন বাসিত।যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
উল্লেখ্য, দুই সৈন্যকে মেরে তাদের মুণ্ডচ্ছেদ করার অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান। তারা এ ব্যাপারে ভারতের কাছ থেকে যথাযোগ্য তথ্যপ্রমাণ চেয়েছে।
গতকাল ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিয়ারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট পাক ডিজিএমও-র সঙ্গে কথা বলেন। পাকিস্তানের ওই অ-সেনাসুলভ আচরণের বিষয়ে ভারতের গভীর উদ্বেগের কথা ভাট পাক ডিজিএমও-কে জানিয়েছেন।
সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সেনার ডিজিএমও পাকিস্তানকে বলেছেন যে, এ ধরনের অমানবিক কাজ সভ্য সমাজের রীতিনীতির বাইরে এবং সমস্বরে এর নিন্দা ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
গত ১ মে পাক সেনা বর্ডার অ্যাকশন টিমের হানাদাররা পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা টপকে ২৫০ মিটার ভেতরে ঢুকে সেনার নায়েব সুবেদার পরমজীত সিংহ ও বিএসএফের হেড কনস্টেবল প্রেম সিংহকে মেরে তাঁদের মুণ্ডচ্ছেদ করে পালিয়ে গিয়েছিল।
দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ: পাক হাই কমিশনারকে তলব করল ভারত
ABP Ananda, web desk
Updated at:
03 May 2017 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -