বেঙ্গালুরু: ৫দিন আগে এটিএম ক্যাশ ভ্যান থেকে ১ কোটি ৩৭ লক্ষ টাকা লুঠের ঘটনায় অভিযুক্ত ভ্যানচালকের স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে ৭৯.৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত ভ্যান চালক ডমিনিক সেলভারাজ এখনও ফেরার।
২৩ তারিখ বেঙ্গালুরুর কে জি রোড এলাকায় ব্যাঙ্কে টাকা ভরতে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা। নিরাপত্তারক্ষী ও ২ ব্যাঙ্ককর্মীর মুহূর্তের অসতর্কতার সুযোগে এটিএমে ভরার জন্য আনা ১ কোটি ৩৭ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় ডমিনিক নামে ওই ভ্যান চালক। পরে বসন্তনগর এলাকা থেকে ওই ভ্যান উদ্ধার হয়, পাওয়া যায় ৪৫ লক্ষ টাকা ও একটি বন্দুক।
পুলিশ জানিয়েছে, টাকা লুঠের পর থেকেই অভিযুক্তের স্ত্রী ও ছেলের খোঁজ মিলছিল না। তার মায়ের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কিছুদিন ধরে লিঙ্গরাজাপুরম এলাকায় রয়েছে তারা। সেখান থেকেই ডমিনিকের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ডমিনিকের সন্ধানে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চলছে।
বেঙ্গালুরুতে এটিএম ক্যাশ ভ্যান লুঠের ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার ৭৯.৮লক্ষ টাকা
ABP Ananda, Web Desk
Updated at:
28 Nov 2016 10:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -