বেঙ্গালুরু: দেশের তথ্য ও প্রযুক্তিনগরীতেই হোটেলে ঠাঁই হল না যুবা দম্পতির, কেননা তাঁরা ভিনধর্মী। ছেলেটির নাম শফিক সুবাইদা হাক্কিম, মেয়েটির নাম দিব্যা ডিভি।
কেরলের এই মুসলিম-হিন্দু দম্পতি সম্প্রতি বেঙ্গালুরু গিয়েছিলেন অফিসের কাজে। সুধামা নগরের আন্নিপুরম মেন রোডের ওপর অলিভ রেসিডেন্সি হোটেলে ঘর চাইতে গেলে তাঁদের মুখের ওপর জায়গা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। হিন্দু, মুসলিম দম্পতি থাকলে সমস্যা হতে পারে, তাই কর্তৃপক্ষের তরফ থেকে ঘর না দেওয়ার নির্দেশ রয়েছে বলে জানান হোটেলের রিসেপশনিস্ট। হিন্দু, মুসলিমের বিয়ে হতে পারে না, এও বলেন তিনি।
এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হতে হয়নি বলে জানান রিসেপশনিস্টের আচরণে হতবাক শফিক। বলেন, স্ত্রী দিব্যা এলএলএম স্নাতক। এখানে পিএইচডি করতে চায়। এখানকার এক আইন কলেজে ইন্টারভিউ আছে ওর। তাই মাত্র ২ ঘন্টার জন্য একটা ঘর চেয়েছিলাম।
শফিক জানান, ভিনধর্মের বিবাহিত নারী, পুরুষকে থাকতে না দেওয়ার নীতি একান্তই তাদের নিজেদের ব্যাপার বলে হোটেল কর্তৃপক্ষ দাবি করে। দিব্যা এ ব্যাপারে লিখিত নির্দেশ দেখতে চাইলে তারা দেখাতে রাজি হয়নি।
অনেক কাঠখড় পুড়িয়ে অন্য একটি হোটেলে ওঠেন দুজনে।
গোটা ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করে কেরল মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দম্পতি।
ভিনধর্মী দম্পতিকে ঘর দিল না বেঙ্গালুরুর হোটেল
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jul 2017 03:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -