পরিবার সূত্রে খবর, অজিতাভরা আদতে বিহারের পটনার বাসিন্দা। তবে এখন বেঙ্গালুরুতে থাকেন। গাড়ির ক্রেতাদের সঙ্গে দেখা করার জন্য গত সোমবার সন্ধে সাড়ে ৬টায় বাড়ি থেকে বেরোন অজিতাভ। তিনি আর বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, বাড়ি থেকে বেরোনোর পর ৪০ মিনিট পর্যন্ত সক্রিয় ছিল হোয়াটসঅ্যাপ। এরপর অজিতাভর ফোন বন্ধ হয়ে যায়। তাঁর মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন দেখা গিয়েছে হোয়াইটফিল্ডের কাছে গুঞ্জুর অঞ্চলে।
অজিতাভর বাবা-মার অভিযোগ, ওএলএক্স-এ যে ব্যক্তি গাড়ি কেনার কথা বলেছিলেন, তিনিই তাঁদের ছেলের কোনও ক্ষতি করেছেন। তাঁর যদি কোনও খারাপ উদ্দেশ্য না থাকত, তাহলে তাঁদের ছেলে বাড়ি ফিরে আসতেন। অজিতাভর বাবার আশঙ্কা, তাঁর ছেলেকে হয়তো গুরুতর জখম অবস্থায় কোথাও পড়ে থাকতে দেখে লোকজন হাসপাতালে ভর্তি করেছেন।
অজিতাভর সন্ধান পাওয়ার লক্ষ্যে ট্যুইটারে #FindAjitabh তৈরি করা হয়েছে। তাঁর বাবা একটি ভিডিও আপলোড করেছেন। ট্যুইটার ব্যবহারকারীদের কাছ থেকে ভাল সাড়া মিলছে। তবে এখনও অজিতাভর সন্ধান পাওয়া যায়নি।