বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এর সঙ্গে যোগ হয়েছে খানাখন্দে ভরা রাস্তা। বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনার ফলে গত ১৫ দিনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে বিজেপি। দুর্গত মানুষের সঙ্গে দেখা করে কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন কর্ণাটকের বিজেপি সভাপতি ইয়েদুরাপ্পা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিজেপি-র বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, রাজ্য সরকার ৮০০ কোটি টাকা খরচ করে বেঙ্গালুরুতে ৮৫০ কিমি দীর্ঘ নর্দমা তৈরি করছে। নর্দমা সারানোর কাজও চলছে। অতীতে কোনও সরকার এই কাজ করেনি। বেঙ্গালুরুতে অতীতে কোনওদিন এত বৃষ্টি হয়নি। সেই কারণেই নিকাশীর কাজ করা সম্ভব হচ্ছে না।

এদিকে, রবিবার বৃষ্টির জল উপচে পড়া একটি নর্দমায় পড়ে গিয়ে একটি ১৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। নরসাম্মা নামে মেয়েটি কৃষ্ণাপ্পা গার্ডেন অঞ্চলে থাকত। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সে নর্দমায় পড়ে যায়। পরে কিছুটা দূরে জল থেকে তার দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতেও এক মহিলা ও তাঁর মেয়ে নর্দমায় ভেসে যান। রবিবার সকালে মেয়েটির দেহ উদ্ধার হলেও, এখনও তাঁর মায়ের খোঁজ পাওয়া যায়নি।