বেঙ্গালুরু: প্রেমিকার সাহায্য নিয়ে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করার ছক কষেছিলেন এক ব্যক্তি। এই জঘন্য প্রস্তাবে রাজি না হয়ে তাঁকে খুন করলেন প্রেমিকা। ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর অন্নপূর্ণেশ্বরী থানা এলাকার।

পুলিশ সূত্রে খবর, ৬ মাস আগে একটি কাপড়ের কারখানায় রঘু নামে ওই যুবকের সঙ্গে আলাপ হয় রূপা নামে ওই মহিলার। তাঁরা দু’জনেই সেখানে কাজ করতেন। রূপার স্বামী বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন না। এরই সুযোগ নিয়ে তাঁদের বাড়িতে যেতেন রঘু। তাঁর সঙ্গে রূপার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মাসখানেক আগে থাকতে রঘুর আচরণে বিরক্ত হতে থাকেন রূপা। তাঁর ১৪ বছর বয়সি মেয়ের প্রতি রঘুর অত্যধিক আকর্ষণ দেখা যেতে থাকে। এর জেরে রঘুর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন রূপা।

বুধবার রাতে রূপাদের বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন রঘু। তাঁকে বাড়ি থেকে বার করে দিতে না পেরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন রূপা। এরপর তিনি কাটারি দিয়ে ঘুমন্ত রঘুর গলা কেটে দেন। ঘুম ভেঙে এই দৃশ্য দেখে রূপার দুই মেয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। এরপরেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে রূপাকে গ্রেফতার করে। তিনি জানিয়েছেন, মেয়েদের বাঁচাতেই রঘুকে খুন করেছেন।