বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে এক আয়কর আধিকারিকের ছেলেকে অপহরণ করে খুন। পরে বেঙ্গালুরুর কাছে রাচেনাহাল্লি লেক থেকে উদ্ধার হল দেহ। ঘটনায় গ্রেফতার চার।


প্রসঙ্গত, সেপ্টেম্বরের ১২ তারিখ ১৯ বছর বয়সি শরথ, উল্লালে তার বাড়ি থেকে তারই নতুন মোটরবাইক নিয়ে বেরিয়েছিল। সন্ধে ছটা নাগাদ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তার বাবা-মাকে বলে, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে। তারপর রাত সাড়ে আটটা পর্যন্ত ছেলের কোনও খবর না পেয়ে অস্থির হয়ে ওঠেন বাবা-মা। ছেলের ফোনে একাধিকবার কল করলেও কেউ ফোন ধরে না। এরপরই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। আজ সকালে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পান ছেলেটির বাবা-মা-দিদি। সেখানেই ছেলে বাবা-মায়ের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ টাকা চেয়ে পাঠায়। এরপরই জোরকদমে ঘটনার তদন্ত শুরু করে তদন্তকারী অফিসার।

পুলিশ সূত্রে দাবি, শরথকে গ্রেফতার করেছিল তারই পরিবারের এক আত্মীয়। মূলত, ছেলেটির বাবা পুলিশে খবর দিয়েছে বুঝতে পেরেই তাকে খুন করার সিদ্ধান্ত নেয় অপহরণকারীরা। অপহরণকারীর আত্মীয়র নাম বিশাল। কিশোরকে খুন করে তার দেহটি লেকে ফেলে দেওয়া হয়। এরপর কয়েকদিন বাদে ছেলেটির দেহ ভেসে ওঠে জলে। তারপরই চার জনকে এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।