নয়াদিল্লি: দেশের অর্ধেক জনসংখ্যাকে পিছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। দেশের অগ্রগতিতে তাঁদেরও সামিল করতে হবে। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ‘এক নয়ি সুভা’ নামে এক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এ কথা বললেন। তাঁর কথায়, মহিলাদের উন্নতিতে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মত প্রকল্পের ভূমিকা অপরিসীম, এর মাধ্যমেই নারী ক্ষমতায়ন সম্ভব।


একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করে অমিতাভ বলেন, ধর্মেও নারীদের রীতিমত গুরুত্ব দেওয়া হয়েছে। দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক, লক্ষ্মী সম্পদের। আবার মা কালী ও দুর্গা শক্তি ও ক্ষমতার প্রতীক। ধর্মীয় এই কল্পনা আজকের দিনে তখনই সম্ভব হবে, যখন পুরুষ ও নারী সংসারে সমান মূল্য পাবেন। যে সংখ্যায় প্রতি বছর পুত্রসন্তান জন্ম নেয়, একই সংখ্যায় জন্ম নেবে কন্যাসন্তান, মেয়েদের এমনভাবে বড় করা হবে, শিক্ষা দেওয়া হবে যাতে তারা জীবনে নিজেদের জায়গাটা ঠিকমতো অর্জন করতে পারে।

তিনি আরও বলেন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানের আসল উদ্দেশ্য হল, যে, ছেলেমেয়ের মধ্যে কোনও তফাত করা উচিত নয়, দু’জনেই পরিবারের সম্পদ। সমান সুযোগসুবিধা পাওয়া উচিত দু’জনেরই।