এক ঝলকে কয়েকটি রাজ্যের পরিস্থিতি
উত্তরপ্রদেশ- সমাজবাদী পার্টির কর্মীসমর্থকরা কৃষক সংগঠনগুলির ডাকা এই ধর্মঘটের সমর্থনে প্রয়াগরাজে রেল অবরোধ করেন। তাঁরা রেল লাইনে দাঁড়িয়ে স্লোগান দেন।
অন্ধ্রপ্রদেশ-বিশাখারপত্তনমে ধর্মঘটের সমর্থনে বাম-কর্মী সমর্থকদের বিক্ষোভ।
কর্ণাটক- কৃষক সংগঠনগুলির দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে বেঙ্গালুরুতে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের।
পঞ্জাব- অমৃতসরে ধর্মঘটে বন্ধ দোকানপাঠ। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির মহাসচিব বলেছেন, দোকানপাট কার্যত বন্ধ, জরুরি পরিষেবা চালু রয়েছে। লোকজন নিজে থেকেই শাটার বন্ধ রেখেছেন।
বিহার- হাজিপুর, জাহানাবাদ, খাগড়িয়া, দ্বারভাঙা সহ অন্য কয়েরটি জেলায় বিরোধী জোটের শরিকদলগুলি সকাল থেকেই পথে নেমে কৃষি আইন বাতিলের দাবি দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে।
তেলঙ্গানা- তেলঙ্গানার কামরেড্ডিতে সড়ক পরিবহণ নিগমের কর্মচারীরা দেশজুড়ে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। এক বাস চালক বলেছেন, আমরা আরটিসি-র কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছি। কৃষকদের সঙ্গে কোনও অন্যায় হওয়া উচিত নয়।
সিঙ্ঘু বর্ডারের পরিস্থিতি- কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের ১৩ তম দিনে আন্দোলনরত কৃষকরা তাঁদের অবস্থানে অনড়। কৃষকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সিঙ্ঘু বর্ডারে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
টিকরি বর্ডারের পরিস্থিতি- কৃষি আইনের বিরুদ্ধে টিকরি বর্ডারেও কৃষকদের বিক্ষোভ জারি। এখানে প্রচুর সংখ্যায় কৃষক সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আগামীকাল কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির ষষ্ঠ দফার আলোচনা হবে।