গত ২০ মার্চ ভোপালে কমলনাথের বাংলোয় ওই সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সেখানেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা ঘোষণা করেছিলেন কমলনাথ। করোনা আক্রান্ত সাংবাদিকের মেয়ে সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন। তাঁর কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। সাংবাদিক বৈঠকের আগের দিন তাঁর পরীক্ষা হয়েছিল।
ভোপালের মুখ্য মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক সুধীর কুমার দেহরিয়া জানিয়েছেন, এক মহিলার করোনাভাইরাস টেস্ট পজিটিভ হওয়ার পর ওই রোগীর সংস্পর্শে আসা ১০ জনের সংক্রমণের পরীক্ষা করে দেখা হয়েছিল। নয়জনেরই করোনাভাইরাস টেস্ট নেগেটিভ হয়েছে। তবে ওই মহিলার বাবার টেস্ট পজিটিভ হয়েছে।
দেহরিয়া জানিয়েছেন, ওই মহিলা ইতিমধ্যেই এইমস-ভোপালে চিকিত্সাধীন। সেখানেই তাঁর বাবারও চিকিত্সা হবে।