মুঙ্গের: বিহারের মুঙ্গেরে ১১০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ৩ বছরের মেয়েটিকে উদ্ধার করা গেল। পুরোপুরি সুস্থ রয়েছে সে। তবে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


[embed]https://twitter.com/ANI/status/1024703074756173826?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1024703074756173826&ref_url=https%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fbihar-3-year-old-girl-rescued-after-being-trapped-in-a-110-feel-bore-well-for-23-hours-735931[/embed]

৩ বছরের শিশুটির নাম সানা। বাবার সঙ্গে তার মামার বাড়ি মুঙ্গেরের কোতোয়ালি থানার মুর্গিয়াচক মহল্লায় এসেছিল সে। মঙ্গলবার দুপুরে সে বাড়ির উঠোনে খোঁড়া একটি কুয়োর গর্তে পড়ে যায়। স্থানীয় পুলিশ খবর  দেয় এনডিআরএফে। আইটিসি চেয়ারম্যান ওয়াইপি সিংহ ঘটনাস্থলে আধুনিকতম আলোর ব্যবস্থা করে দেন য়াতে ১১০ ফুট গর্তের নীচে পড়ে যাওয়া মেয়েটির শারীরিক অবস্থা ওপর থেকে চাক্ষুষ করা যায়। প্রায় ৩০ ঘণ্টা চেষ্টার পর তাকে কুয়ো থেকে বার করেন উদ্ধারকারীরা। এই দীর্ঘ সময় তাকে বাঁচিয়ে রাখার জন্য কুয়োয় অক্সিজেন দেওয়া হচ্ছিল।

সানাকে উদ্ধারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ম্যানেজমেন্ট বিভাগ, এনডিআরএফ ও জেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন। শিশুটির সবরকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।