পটনা: বিহারে জঙ্গলরাজের অবসান ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠার দাবি বহুবারই করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। আর এই 'সুশাসনে'র আরও একটি 'নমুনা' প্রকাশ্যে এল। ফের একটি মেয়ের শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সাত জন গুণ্ডা মিলে মেয়েটির ওপর অত্যাচার চালায়। মোতিহারিতে এই মেয়েটির শ্লীলতাহানির ঘটনা ভিডিওতে তোলা হয়েছিল। এরপর মেয়েটির বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে দুষ্কৃতীরা। অত টাকা দিতে পারেননি মেয়েটির দরিদ্র বাবা। টাকা না দিলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডের হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। দাবি মতো অর্থ দিতে পারেননি মেয়েটির বাবা। আর অপেক্ষা করেনি সমাজবিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দেয় তারা। ভিডিওতে মেয়েটিকে একটি তরুণের সঙ্গে দেখা গিয়েছে। ওই তরুণ মেয়েটির বন্ধু বলে জানা গিয়েছে। তাদের ঘিরে ধরে গুণ্ডারা নিগ্রহ করছে। শারীরিকভাবে নিগ্রহের পাশাপাশি দুষ্কৃতীদের গালিগালাজও করতে শোনা গিয়েছে।
সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা হল যে, সমাজবিরোধীরা নিজেদের সমাজসংস্কারক হিসেবে দাবি করছে।



গুণ্ডাদের ভয়ে ভীতসন্ত্রত মেয়েটির বাবা কোনও থানায় নয়, সোজা আদালতে গিয়ে অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
চলতি মাসের গোড়াতেই বিহারের কৈমুরে একটি মেয়ের শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এর আগে জেহানাবাদের শ্লীলতাহানির ঘটনার ভিডিও দেখে শিউরে উঠেছিলেন সবাই।