পটনা: বিহারে দু’টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি তথা এনডিএ-কে টেক্কা দিল আরজেডি। আরারিয়া লোকসভা কেন্দ্র ও জেহানাবাদ বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি লালুপ্রসাদ যাদবের দল। বিজেপি শুধু ভাবুয়া বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে।


আরারিয়ায় বিজেপি প্রার্থী প্রদীপ কুমার সিংহকে ৬১,৯৮৮ ভোটে হারিয়ে দিয়েছেন আরজেডি প্রার্থী সরফরাজ আলম। জেহানাবাদে ৩০ হাজারেরও বেশি ভোটে বিজেপি-র জোটসঙ্গী জেডিইউ প্রার্থী অভিরাম শর্মাকে হারিয়ে দিয়েছেন আরজেডি-র সুদয় যাদব। ভাবুয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী শম্বু সিংহ পটেলকে প্রায় ১৪ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী রিঙ্কি রানি পাণ্ডে।



উপনির্বাচনের এই ফলে উচ্ছ্বসিত লালুপ্রসাদের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিজেপি-কে আক্রমণ করে ট্যুইটারে লিখেছেন, ‘আপনারা লালু না, এক আদর্শকে বন্দি করেছেন। এই আদর্শই আপনাদের ঔদ্ধত্য গুঁড়িয়ে দেবে। আমরা অত্যন্ত নম্রতার সঙ্গে আদালতে বক্তব্য পেশ করেছি। জনগণের সহানুভূতিই আমাদের শক্তি বাড়িয়েছে। হার-জিত তো গণতন্ত্রের অঙ্গ।’