পটনা: বিহারে বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই এলজেপি নেতা চিরাগ পাসোয়ান তাঁর বিভিন্ন বক্তব্য ঘিরে আলোচনায় উঠে এসেছেন। বিগত দিনগুলিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক্ষমতায় এলে জেলে পাঠানোর কথা বলে এবং নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'হনুমান' আখ্যা দিয়ে নজর কেড়েছেন তিনি। এবার একটি ভাইরাল ভিডিও ঘিরে চিরাগকে নিয়ে আলোচনা জোরদার হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে চিরাগকে তাঁর প্রয়াত বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে শ্রদ্ধা নিবেদনের মহড়া দিতে দেখা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে কংগ্রেস নেতা পঙ্খুরি পাঠক চিরাগকে তীব্র আক্রমণ করেছেন। ভিডিওতে এলজেপি নেতাকে তাঁর প্রয়াত বাবার ছবির সামনে শ্রদ্ধা নিবেদনের ভঙ্গিতে দাঁড়াতে এবং আশেপাশের ক্যামেরাম্যান ও অন্যান্যদের নির্দেশ দিতে দেখা গিয়েছে।



কংগ্রেস নেতা পাঠক ভিডিও শেয়ার করে লিখেছেন, 'প্রয়াত বাবার সামনে শ্রদ্ধা নিবেদনের জায়গায় চিরাগের এই নাটক খুবই লজ্জাজনক। এ ধরনের লোকজনের জন্যই রাজনীতির বদনাম হচ্ছে'।
এই ঘটনায় জেডিইউ-ও চিরাগের সমালোচনা করেছে।
ভাইরাল এই ভিডিও সম্পর্কে চিরাগ বলেছেন, আমি বুঝতে পারছি না যে, এই ভিডিও কোন উদ্দেশে দেওয়া হয়েছে। বাবার মৃত্যুতে আমি কতটা শোকগ্রস্ত, তার প্রমাণ কী আমার দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রশ্ন তুলতে হলে তো আমার নীতি ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলুন। মুখ্যমন্ত্রী এমন নিম্নস্তরের রাজনীতি করবেন বলে আশা করতে পারিনি। তিনি ভয় পেয়েছেন যে, আমার সরকার হলে জেলে যাবেন।