পটনা: মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে শুরু ভোট গণনা। রাজ্যের ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। কড়া নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হচ্ছে কোভিড-বিধিও।


আর কয়েকঘণ্টার অপেক্ষা। একে একে খুলতে শুরু করবে ইভিএম। জানা যাবে ‘ব্যাটল ফর বিহারে’ জয়ী কে। মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে ভোটগণনা শুরু হবে। ভোটগণনা হবে পটনার এএন কলেজে। তৈরি গণনাকেন্দ্রে। ১৪টি বিধানসভার ভোট গণনা হবে। নিরাপত্তার বিশেষ খেয়াল রাখা হয়েছে। গোটা রাজ্যে ১৯ কোম্পানি সিআরপি মোতায়েন। সেই সঙ্গে শহরের নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে।

শুরুতে ঠিক হয়েছিল বিহারের ৩৮টি জেলায় ৩৮টি গণনাকেন্দ্র থাকবে। কিন্তু, কোভিড-প্রোটোকল অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা ৩৮ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়। এই গণনাকেন্দ্রগুলিতেই মঙ্গলবার সকালে বিহারের ভাগ্য নির্ধারিত হবে। গণনাকর্মীরা মাস্ক পরবেন।

প্রস্তুতি সম্পূর্ণ। কর্মীরা তৈরি। এখন অপেক্ষা শুধু বিহারে গণনাপর্ব শুরুর। যেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।