পটনা: বিহার বিধানসভা নির্বাচনে রুদ্ধশ্বাস লড়াইয়ে মহাজোটকে পিছনে ফেলে জয়ী হয়েছে এনডিএ। আর ভোটে বিরোধী জোটের দুর্বলতম জায়গা হয়ে উঠল কংগ্রেস। ৭০ আসনে লড়াই করে গ্র্যান্ড ওল্ড পার্টির প্রাপ্ত আসন মাত্র ১৯। যদিও কংগ্রেসের সাফাই, তাদের ভাগে বেশ কঠিন আসনগুলি এসেছিল এবং 'বিজেপি ও ওয়েইসির পার্টির গোপন আঁতাত' তাদের সাফল্যের সম্ভাবনায় আঘাত হেনেছে।


কংগ্রেসের স্ট্রাইক রেট খুবই কম
কংগ্রেস তার শরিক আরজেডি ও বামেদের তুলনায় আসন জয়ের হারে বেশ পিছিয়ে। ৭০ আসনে লড়াই করে তাদের জয় ১৯ আসনে। অর্থাৎ, কংগ্রেসের স্ট্রাইক রেট মাত্র ২৭.১৪ শতাংশ, যা খুবই কম।
আরজেডি ১৪৪ আসনে লড়াই করে ৭৫ টিতে জয়ী হয়েছে। এক্ষেত্রে আরজেডি-র স্ট্রাইক রেট ৫২.০৮ শতাংশ। বামদলগুলি ২৯ আসনে লড়াই করে জয়ী ১৬ আসনে। এক্ষেত্রে সাফল্যের হার ৫৫.১৭ শতাংশ।
এনডিএ-র মধ্যে বিজেপি শীর্ষে
এনডিএ-র শরিক দলগুলির মধ্যে বিজেপি ১১০ আসনে লড়াই করে জিতেছে ৭৪ আসনে। এক্ষেত্রে তাদের স্ট্রাইক রেট ৬৭.২৭ শতাংশ, যা সমস্ত দলগুলির মধ্যেই সেরা। জেডিইউ ১১৫ আসনে লড়াই করে পেয়েছে ৪৩ টি। স্ট্রাইক রেট ৩৭.৩৯ শতাংশ।

২০১৫-তে কংগ্রেস পেয়েছিল ২৭ আসন
কংগ্রেস ২০১৫-তে আরজেডি ও জেডিইউ-র সঙ্গে জোট বেঁধে লড়াই করে ২৭ আসন পেয়েছিল। ২০১০-র বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করে বিশেষ কোনও সাফল্য পায়নি কংগ্রেস। সেবার ২.৯ শতাংশ ভোট ও চার আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।