জেহানাবাদ: করোনা আবহে খাবারে টান, তাই ব্যাঙ খাচ্ছে শিশুরা! বিহারের জেহানাবাদের ভাইরাল ভিডিওর সত্যতা নেই, জানাল জেলা প্রশাসন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিহারের জেহানাবাদের একটি ভিডিও। সেখানে শিশুদের বলতে শোনা গেছে, করোনা আবহে তাদের কাছে পর্যাপ্ত খাবার নেই। তাই খাবার হিসাবে ব্যাঙ খেতে বাধ্য করা হচ্ছে তাদের।

ভিডিওটি ঘিরে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক। তদন্ত করে দেখা যায়,  পর্যাপ্ত খাবার রয়েছে জেহানাবাদের  ওই অঞ্চলের মানুষদের কাছে। সরকারের তরফ থেকে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে খাবারও। জেলাপ্রশাসক বলেন, 'ওই শিশুদের বাড়ি বাড়ি ঘুরে দেখা গেছে, বাড়িতে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাবার।'



এই ঘটনাকে সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। এরপর ট্যুইটারে এই ঘটনাকে সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয় পিআইবির তরফে।