বেতিয়া: ‘পাকিস্তান জিন্দাবাদ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেশের ঐক্য, সংহতি ভাঙার চক্রান্তের অভিযোগে বিহারের পশ্চিম চম্পারন জেলার বেতিয়া থেকে গ্রেফতার এক ব্যক্তি। সাদ্দাম কুরেশি নামে ২২ বছর বয়সি ধৃত ব্যক্তি ওই গ্রুপের অ্যাডমিন। তাকে মঙ্গলবার নাজনি চক থেকে পাকড়াও করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার জয়ন্ত কান্ত। ওই গ্রুপের মাধ্যমে ভারত-বিদ্বেষী বার্তা ছড়ানোর অভিযোগ পেয়েছে পুলিশ। যে মোবাইল ফোন থেকে গ্রুপে বার্তা চালাচালি হত, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান এসপি। সাদ্দামকে জেলে পাঠানো হয়েছে। তার পাকিস্তানি যোগসূত্র থাকার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশকর্তাটি। স্থানীয় মানুষজন হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ করেন। তা খতিয়ে দেখে সত্যি বলে জানার পর সাদ্দামকে তারা গ্রেফতার করে।