ভাগলপুর: কিছুদিন আগেই দিল্লির এক মন্ত্রীকে ভুয়ো ডিগ্রি দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কে জড়িয়েছিল বিহারের তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এবার আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘিরে। পরীক্ষার হলেও এসেও পরীক্ষা দিতে না পেরে ফিরতে হল ৯৪ জন পড়ুয়াকে। কারণ, যে বিষয়ের পরীক্ষা তার প্রশ্নপত্রই আসেনি পরীক্ষাকেন্দ্রে।
ঘটনায় সংশ্লিষ্ট হিন্দি বিভাগের ইন-চার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের সেকসন আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপাচার্য।
স্নাতকোত্তরে হিন্দি বিষয়ে দ্বিতীয় সেমিস্টারে শেষ পেপারের পরীক্ষা দিতে এসেছিলেন ৯৪ জন পড়ুয়া। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রশ্নপত্র এসে না পৌঁছানোয় ফিরে যেতে হয় তাঁদের। পরীক্ষার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২২ এপ্রিল।
এই পরীক্ষার সময়সূচী ঘোষিত হয়েছিল গত মার্চের দ্বিতীয় সপ্তাহে। তিনটি পত্রের পরীক্ষা নির্ধারিত সূচী মেনেই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু চতুর্থ তথা শেষ পত্রের পরীক্ষায় গণ্ডগোল বাধল। জানা গেছে, সময়মতো প্রশ্নপত্র ছাপা না হওয়াতেই এই বিপত্তি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ ব্যাপারে পরীক্ষা নিয়ামকের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন যে, প্রিন্টিং প্রেস থেকে  প্রশ্নপত্র  পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর দিল্লির আপ সরকারের বিধায়ক জিতেন্দর সিংহ তোমরকে ভুয়ো আইনের ডিগ্রি দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্কে জড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়। তোমরকে কয়েকজন কর্মী ভুয়ো নথির ভিত্তিতে ওই ডিগ্রি দিয়েছিলেন বলে অভিযোগ।